উত্তরবঙ্গকে রাজধানী বানাবো: শফিকুর রহমান

গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান । আজ শনিবারছবি: প্রথম আলো

গাইবান্ধার জনসভায় জামায়াতের আমির শফিকুর রহমান ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে উত্তরবঙ্গকে 'হত্যা' করার অভিযোগ করেন। তিনি ১২ ফেব্রুয়ারি 'হ্যাঁ' ভোটে ৫৪ বছরের দুর্নীতি দূর করার আহ্বান জানান। শফিকুর রহমান উত্তরবঙ্গকে রাজধানী ও শিল্পাঞ্চল বানানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, বেকার ভাতা নয়, যুবকদের দক্ষ করে তোলা হবে। তিনি চাঁদাবাজ নির্মূল, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেন।