পটুয়াখালীতে ঝড়ে হেলে পড়া গাছ কেটে সরাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে হেলে পড়া গাছ কেটে সরাতে গিয়ে দুই গাছের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই শ্রমিকের নাম মো. নাসির হাওলাদার (৪৫)। তিনি একই এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে।
দশমিনা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝোড়ো বাতাসে গতকাল শুক্রবার মুসলিমপাড়া এলাকায় রেইনট্রি নামের একটি বড় গাছ হেলে পড়ে। আজ সকালে হেলে পড়া গাছটি কেটে সরানোর কাজ শুরু করেন নাসির হাওলাদার। প্রথমে গাছের ডালপালা কাটেন। একপর্যায়ে গাছের গোড়া আলগা হয়ে গাছটি পাশের নারকেল গাছের ওপরে হেলে পড়ে। এ সময় দুই গাছের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
দশমিনা ফায়ার স্টেশনের দায়িত্বরত স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি গাছের মধ্যে চাপা পড়ে থাকা অবস্থায় নাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।