রেললাইনে থাকা গরুকে বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় তরুণ নিহত

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে রেললাইনে থাকা গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার কাকিনার উত্তর গোপাল রায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আবদুল কাইয়ুম (১৮)। তিনি ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে।

এলাকাবাসী ও লালমনিরহাট জিআরপি থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে দুইটার দিকে লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেন পাটগ্রামের বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায়। বেলা পৌনে তিনটার দিকে ট্রেনটি কালীগঞ্জ উপজেলার উত্তর গোপাল রায় গ্রাম অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর একটি গরু ঘাস খাচ্ছিল। গরুটিকে বাঁচাতে এসে আবদুল কাইয়ুম চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।

লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ মো. আল মোমেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি জানতে পেরে লালমনিরহাট থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে উপস্থিত হয়ে বিস্তারিত জানতে পারব।’ তিনি এক প্রশ্নের জবাবে বলেন, এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হবে।

কালীগঞ্জের কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহির তাহু বলেন, ‘লোকমারফত ঘটনাটি জেনেছি। স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্যকে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিতে অনুরোধ করেছি।’

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ রানা বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওনা হয়েছে।