সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে কারের ধাক্কা, প্রাণ গেল একজনের

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

সড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল কাভার্ড ভ্যান। একই সড়কে দ্রুতগতিতে যাচ্ছিল একটি প্রাইভেট কার। কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগতিতে প্রাইভেট কারটি সোজা চলে যায় কাভার্ড ভ্যানের নিচে। দুমড়েমুচড়ে যায় প্রাইভেট কারের সামনের অংশ। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আজ বুধবার চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তি গাড়ির মালিক। তাঁর নাম সুলতান সওদাগর। তিনি সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকার বাসিন্দা। গাড়িতে তাঁর সঙ্গে চালক ছিলেন। তবে তাঁর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম নগরমুখী অংশের এক পাশে কাভার্ড ভ্যানটি দাঁড়িয়ে ছিল। দ্রুতগতিতে প্রাইভেট কারটি কাভার্ড ভ্যানের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ভেতরে থাকা দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে থাকা নগরের আকবরশাহ থানার উপপরিদর্শক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কাভার্ড ভ্যান-প্রাইভেট কার সংঘর্ষে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত এখনো জানা যায়নি।’