ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেন
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের রেল যোগাযোগ স্বাভাবিক আছে। তবে চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তকিয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়া মহানগর প্রভাতী ট্রেনটি শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। বেলা দুইটায় ট্রেনটির চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা ছিল।

এর আগে বেলা দেড়টার দিকে বড়তকিয়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় এক মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হন। ওই ঘটনায় মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেলপথের একটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যদিও রেলপথের অন্য লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

আরও পড়ুন

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার জাফর আলম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা ঘটলেও চট্টগ্রাম থেকে ঢাকা ও চাঁদপুরগামী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। শুক্রবার দুপুরের পর ঢাকাগামী মহানগর গোধূলী বেলা তিনটায় ও সোনার বাংলা এক্সপ্রেস বিকেল পাঁচটায় এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস সোয়া পাঁচটায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। অন্যান্য স্টেশন থেকে চট্টগ্রামমুখী ও চট্টগ্রাম থেকে অন্য স্টেশনমুখী ট্রেনের সময়সূচি পরিবর্তনের তেমন কোনো আশঙ্কা নেই বলে তিনি জানান।

আরও পড়ুন

এ ছাড়া মিরসরাইয়ে মাইক্রোবাসকে ধাক্কা দেওয়া মহানগর প্রভাতী বিকেল পাঁচটায় বড়তকিয়া এলাকা থেকে চট্টগ্রাম স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। এই ট্রেন সন্ধ্যা সোয়া ছয়টায় চট্টগ্রামে এসে পৌঁছায়।