বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় কুমিল্লায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুমিল্লার তিতাস থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হওয়া একটি মামলায় হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠানকে (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে আসাদপুর ইউনিয়নের ঘুনিয়ারচর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে তিতাস থানার পুলিশ।
জালাল উদ্দিন আসাদপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সহসভাপতি।
জালাল উদ্দিনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে তিতাস থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার বলেন, তাঁকে আজ সকালে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।