মধ্যরাতে কান্না শুনে খাল থেকে উদ্ধার নবজাতকটির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কান্নার শব্দ শুনে মধ্যরাতে খাল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা নবজাতকটির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুমন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গতকাল সকাল থেকেই চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সদের তত্ত্বাবধানে মেয়ে নবজাতকটি চিকিৎসাধীন ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নবজাতকের ডান গাল, ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত ছিল। রাতে বাইরে ফেলে রাখার কারণে ঠান্ডাজনিত সমস্যায়ও ভুগছিল নবজাতকটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডার (পুরোনো সেকশনের) পাশের খাল থেকে এক নবজাতকের কান্নার শব্দ শোনেন স্থানীয় লোকজন। তাঁরা বিষয়টি নৈশপ্রহরী বাসির মিয়াকে জানান। বাসির মিয়া লোকজন নিয়ে খালের দিকে গিয়ে দেখেন, পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক পড়ে আছে। স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে স্থানীয় পুলিশ জেলা ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউল আমিন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনসহ কয়েকজনকে নিয়ে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে। এরপর নবজাতককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, নবজাতকের লাশটি ময়নাতদন্ত করা হবে। তার অভিভাবক শনাক্ত করার চেষ্টা চলছে। শেষ পর্যন্ত অভিভাবক শনাক্ত করা না গেলে লাশটি দাফনের ব্যবস্থা করা হবে।