বিএনপি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে: ইকবালুর রহিম

দিনাজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। শনিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা মিলনায়তনে
ছবি: প্রথম আলো

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর–৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম বলেন, বিএনপি–জামায়াতের রেখে যাওয়া তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে শেখ হাসিনা সরকার আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে মানুষের জীবনমান উন্নত করেছে। সরকারের উন্নয়ন দেখে গা জ্বালাপোড়া করছে বিএনপির। সে জন্য ক্ষমতার লোভে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

আজ শনিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রীড়া মন্ত্রণালয় থেকে ২০২১-২২ অর্থবছরের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া আর্থিক অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলার নারী উন্নয়ন ফোরামের বরাদ্দকৃত সেলাই মেশিন, বাইসাইকেল ও দি অপটিমিস্টস কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করেন তিনি।

এর আগে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় শকুন রক্ষার প্রতি গুরুত্বারোপ করে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সরকারের গৃহীত পরিকল্পনার পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ রায়, অতিরিক্ত সুপার সুজন সরকার, বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মতুর্জা আল মুঈদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী প্রমুখ।