আম ও কোরবানির গরু পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ ট্রেনের যাত্রা শুরু

ঢাকায় আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু হলো বিশেষ ট্রেনের। সোমবার সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে
ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার পথে আজ সোমবার থেকে আম পরিবহনে বিশেষ ট্রেনের যাত্রা শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আম নিয়ে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ বিশেষ ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। রাজশাহী থকে পদ্মা সেতু হয়ে এই ট্রেন ঢাকায় যাবে। তবে এবার আমের মৌসুমে কোরবানির ঈদ পড়ায় এ বিশেষ ট্রেনে আগামী বুধবার থেকে তিন দিন গরুও পরিবহন করা যাবে। এ জন্য এবার এ ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন’।

কম খরচে ও নিরাপদে পরিবহনের বিষয়টি মাথায় রেখে এবার নিয়ে পঞ্চম বছরের মতো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করল বাংলাদেশ রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৮ পয়সা।

রেলওয়ে সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে প্রতিদিন ছয়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে আম পরিবহনের এ বিশেষ ট্রেন। চলতি আমের মৌসুমে চাহিদা বজায় থাকা সাপেক্ষে প্রতিদিনই চলছে এ ট্রেন। তবে চাহিদা কমে গেলে তখন হয়তো বিশেষ ট্রেন বন্ধ করে দিয়ে আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বা দুটি পণ্যবাহী বগিজুড়ে আম পরিবহনের সুবিধা চলমান রাখা হবে।

গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন থেকে নাচোল ও আমনূরা জংশন হয়ে চাঁপাইনবাবগঞ্জে আসবে এই ট্রেন। তারপর রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আবদুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় পৌঁছাবে এ বিশেষ ট্রেন।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ ওবায়দুল্লা জানান, গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন থেকে প্রতিদিন আম নিয়ে যাত্রা করবে এই বিশেষ ট্রেন। এরপর নাচোল ও আমনূরা জংশন হয়ে চাঁপাইনবাবগঞ্জে আসবে এই ট্রেন। তারপর রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আবদুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় পৌঁছাবে এ বিশেষ ট্রেন। রহনপুর স্টেশন থেকে আজ বিকেল চারটায় চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছে এই ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক আহম্মেদ হোসেন মাসুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. আসাদুল হক, বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছমিনা খাতুন প্রমুখ। উদ্বোধন শেষে আম নিয়ে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

স্টেশনমাস্টার মোহাম্মদ ওবায়দুল্লা জানান, আজ ৯টা থেকে স্টেশনে আম বুকিং নেওয়া শুরু হয়েছে। রহনপুর স্টেশন থেকে ১ হাজার ২০ কেজি এবং চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ৭৮৫ কেজি আম নিয়ে আজ গেছে এ ট্রেন। এ ট্রেনে আম ছাড়াও শাকসবজি, ডিমসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহন করা যাবে। তিনি আরও জানান, আজ উদ্বোধন করা হলেও ১২, ১৪ ও ১৪ জুন তিন দিন কোরবানির পশু নিয়ে এই ট্রেনের সঙ্গে ক্যাটল স্পেশাল ট্রেন হিসেবেও চলাচল করবে।