জামালপুরে গাছের গুঁড়ির নিচ থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১

লাশ
প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একটি গাছের গুঁড়ির নিচ থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিশুকে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর নাম রমজান আলী। সে মণ্ডলপাড়া এলাকার মকসুদ মণ্ডলের ছেলে। মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। গতকাল মঙ্গলবার সকাল থেকে সে নিখোঁজ ছিল।

স্থানীয় ও নিহত শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে খেলা করার জন্য বাড়ি থেকে বের হয় রমজান। এরপর আর বাড়িতে ফেরেনি। স্বজনেরা বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাননি। আজ দুপুরে স্থানীয় লোকজন মণ্ডলপাড়া এলাকার আমবাগানে একটি গাছের গুঁড়ির নিচে একটি লাশ পড়ে থাকতে দেখেন। রমজানের স্বজনেরা সেটি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে শিশুটিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। তবে তাঁর নাম-পরিচয় জানায়নি পুলিশ।

নিহত রমজানের ফুফা বদিউজ্জামান বলেন, রমজানের বাবা একজন কৃষক। গতকাল সকালে বাড়িতে খাওয়াদাওয়া করে খেলা করতে বেরিয়ে যায়। রাত হয়ে গেলেও না ফেরায় সবাই খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে আমবাগানে তার লাশ পাওয়া যায়। শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটি গাছের গুঁড়ি তার বুকের ওপর রাখা ছিল। কারা এবং কেন শিশুটিকে হত্যা করেছে, তাঁরা বুঝতে পারছেন না।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন আছে। শিশুটিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।