২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

চন্দনাইশে বাসের ধাক্কায় নিহত সাইকেল আরোহী মোহাম্মদ আলমগীরছবি- সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় বাসটির ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৪৫) নামের এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আট যাত্রী।

আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ার কলঘর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর চন্দনাইশ উপজেলার হাসিমপুর গ্রামের সাদেকিয়াপাড়ার আবুল কাসেমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস চন্দনাইশের দক্ষিণ গাছবাড়িয়া কলঘর এলাকায় পৌঁছায়। এ সময় একটি সাইকেল সড়ক পার হচ্ছিল। ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। তবে বাসটির ধাক্কায় সাইকেলের আরোহী মোহাম্মদ আলমগীর ঘটনাস্থলেই নিহত হন। আহত হন উল্টে যাওয়া বাসের অন্তত আট যাত্রী।

দোহাজারীর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মহাসড়কে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সামনে একটি সাইকেল পড়ে যায়। সাইকেলটি বাঁচাতে গিয়ে বাসটি উল্টে গেলেও এর ধাক্কায় ঘটনাস্থলেই সাইকেল আরোহী নিহত হন। এ সময় ছয় থেকে সাত যাত্রী আহত হন। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত কাউকে পায়নি।