প্রতিবন্ধী রিপনের খোঁজ মেলেনি ৪০ দিনেও, দিশাহারা পরিবার

নিখোঁজ রিপন হোসেন
ছবি: সংগৃহীত

রিপন হোসেন (৩৫) মানসিক প্রতিবন্ধী হলেও মোটামুটি নিজের কাজ করতে পারেন। বিয়ে করে সংসার করছেন, তাঁর ঘরে তিনটি সন্তান রয়েছে। গত ৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ভুলে কোথাও চলে যাবেন, এমনটা মনে করছে না তাঁর পরিবার। রিপন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

প্রতিবন্ধী এই যুবক নিখোঁজ হওয়ার প্রায় ১ মাস ৯ দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান না পেয়ে পরিবারের অন্য সদস্যরা পাগলপ্রায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৬ মার্চ রাত আনুমানিক আটটার দিকে রিপন হোসেন শৌচাগারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তিনি আর ঘরে ফেরেননি।

নিখোঁজ রিপনের বাবা আফজাল হোসেন জানান, তাঁর একমাত্র সন্তান রিপন মানসিক প্রতিবন্ধী। তবে নিজের কাজগুলো ভালোভাবে করতে পারে। কোথায় গেলে পথ চিনে বাড়ি ফিরতে পারে। কিন্তু সেদিন রাতে হঠাৎ বাইরে যায়, আর ফিরে আসেনি। তাঁরা ভেবেছিলেন, হয়তো একটু পরেই ফিরে আসবে রিপন। কিন্তু এরপর আর কোনো খোঁজ মেলেনি। আফজাল হোসেন বলেন, ‘আত্মীয়স্বজন, হাসপাতাল ও আশপাশের গ্রাম সব জায়গায় খোঁজ নিয়েছি। কোথাও তাকে পাইনি।’

রিপনকে খুঁজে পেতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তাঁর বাবা আফজাল হোসেন। কেউ রিপনের সন্ধান পেলে জানানোর আকুতি জানান তিনি।
রিপনের স্ত্রী ডলি বেগম জানান, ১০ বছর বয়সী বড় ছেলে প্রায়ই জিজ্ঞাসা করেÑ‘আব্বু কবে আসবে?’। ছোট মেয়েটা প্রতিদিন বাবার ছবির দিকে তাকিয়ে থাকে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রউফ খান জানান, ‘এ–সংক্রান্ত কোনো ডায়েরি থানায় হয়নি। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি দেখেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’