একজন ব্যক্তির সঙ্গে র‌্যাবের ভাবমূর্তি ক্ষুণ্নের কোনো বিষয় নেই: নবনিযুক্ত মহাপরিচালক

র‍্যাবের মহাপরিচালক মো. হারুন অর রশিদ
ছবি: র‍্যাবের সৌজন্যে

র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক হারুন অর রশিদ বলেছেন, ‘আসলে একটা ফোর্স (বাহিনী) তো এখানে কারও দায় নেবে না। কেউ যদি কোনো ভুলত্রুটি করে থাকে, এটা কিন্তু ফোর্স এই দায় নেবে না। এর দায় ইনডিভিজুয়াল (ব্যক্তির)। একজন ইনডিভিজুয়ালের সঙ্গে র‌্যাবের ভাবমূর্তি ক্ষুণ্নের কোনো বিষয় নেই।’

আজ বুধবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। আজ সকালে আনুষ্ঠানিকভাবে র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. হারুন অর রশিদ।

আরও পড়ুন

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নতুন র‍্যাব মহাপরিচালক বলেন, উন্নয়নের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব। মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন এবং জলদস্যু, বনদস্যু নির্মূল করা, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এলিট ফোর্স র‍্যাবের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান র‍্যাব মহাপরিচালক
ছবি: সংগৃহীত

র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হারুন অর রশিদ বলেন, ‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের যে আর্থিক উন্নতি হয়েছে, আমি বলব গত এক দশকে উন্নয়নের রেনেসাঁ হয়েছে। কারণ, এত অল্প সময়ে একটা দেশ সারা বিশ্বে কোথাও কিন্তু এত উন্নতি লাভ করতে পারেনি। এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে।’

আরও পড়ুন

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান র‍্যাব মহাপরিচালক। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রাখা মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফাসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন