রাস্তার পাশ থেকে আসছিল পলিথিনে মোড়ানো নবজাতকের কান্না

নবজাতক
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিম দিকের সড়কের পাশ থেকে নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকের বয়স এক দিন বলে জানিয়েছেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, শান্তা ইসলাম নামের স্থানীয় এক নারী সকালে হাঁটতে বের হয়েছিলেন। মনোহরদী সরকারি কলেজের পশ্চিম দিকের সড়কে হাঁটার সময় তিনি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। আশপাশে কান্নার শব্দের উৎস খুঁজতে থাকেন তিনি। একপর্যায়ে পলিথিনে মোড়ানো কিছু একটা পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তিনি নিশ্চিত হন এর ভেতর থেকেই কান্নার শব্দ আসছে। আরও লোকজন জড়ো হয়ে গেলে তাঁরা পলিথিন খুলে কাপড়ে পেঁচানো নবজাতককে উদ্ধার করেন। পরে মনোহরদী থানা–পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা নবজাতককে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, উদ্ধার মেয়ে নবজাতকের বয়স এক দিন বলে মনে হচ্ছে। তার শারীরিক অবস্থা বেশ ভালো। মা–বাবার খোঁজ না পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আপাতত কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন বলেন, কে বা কারা ভোরের আগে ওই নবজাতককে ফেলে রেখে পালিয়ে যায়। নবজাতকের মা–বাবার সন্ধান এখনো পাওয়া যায়নি। তার প্রকৃত মা–বাবাকে শনাক্তের চেষ্টা চলছে।

মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে শিশুটিকে দেখে এসেছি। তার চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’

জানতে চাইলে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম বলেন, ‘আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তাঁর মা-বাবাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’