ট্রেন ধরতে বন্ধুর মোটরসাইকেলে উঠেছিলেন রাহিদুল, লাশ মিলল দুজনেরই

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোর বিমানবন্দরে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা রাহিদুল ইসলাম (৩০)। সম্প্রতি তিনি ছুটিতে বাড়িতে আসেন। আজ মঙ্গলবার বিকেলে তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। সেই মোতাবেক আজ সকালে মেহেরপুর থেকে যশোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন রাহিদুল। তাঁকে রেলস্টেশন পর্যন্ত পৌঁছে দিতে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন বন্ধু বিজন মিয়া (২২)।

তবে আজ ভোরে মেহেরপুরের মুজিবনগর সড়কের চকশ্যামনগর গ্রামে তাঁদের লাশ পাওয়া গেছে। নিহত রাহিদুল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবদুল কুদ্দুস ও বিজন একই গ্রামের আজমতের ছেলে। তাঁরা একে অপরের বন্ধু।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাহিদুল ইসলামের আজ ছুটি শেষ হয়েছে। রাহিদুলের পরিকল্পনা ছিল, চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে ট্রেনে তিনি যশোরে যাবেন। রেলস্টেশনে দ্রুত পৌঁছানোর জন্য আজ ভোর পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়ে বন্ধু বিজনের মোটরসাইকেলে ওঠেন রাহিদুল।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন বলেন, সকালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই যুবকের লাশ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।