স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাহিদুল ইসলামের আজ ছুটি শেষ হয়েছে। রাহিদুলের পরিকল্পনা ছিল, চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে ট্রেনে তিনি যশোরে যাবেন। রেলস্টেশনে দ্রুত পৌঁছানোর জন্য আজ ভোর পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়ে বন্ধু বিজনের মোটরসাইকেলে ওঠেন রাহিদুল।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন বলেন, সকালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই যুবকের লাশ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।