টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও বালুবাহী ট্রলির সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল ও বালুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম রফিকুল হাসান ওরফে রাজ (২৪)। তিনি গোপালগঞ্জ পৌরসভার ব্যাংকপাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে। রফিকুল গোপালগঞ্জ পৌর যুবলীগের সদস্য ছিলেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন রফিকুলের ভাতিজা সাব্বির সিকদার।

নিহত তরুণের চাচাতো ভাই জুয়েল সিকদার জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে রফিকুল হাসান ও সাব্বির সিকদার মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি একটি প্রাইভেট কারকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রফিকুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জুয়েল সিকদার জানান, দুর্ঘটনায় আহত সাব্বির সিকদারের পা ভেঙে যাওয়ায় তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রোববার দুপুরে গোপালগঞ্জের কেন্দ্রীয় কোর্ট মসজিদে জানাজা শেষে রফিকুল হাসানকে দাফন করা হবে।