গাইবান্ধায় ইপিজেডের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি

দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের চারমাথা এলাকায় মহাসড়ক অবরোধ। আজ দুপুর ১২টার দিকে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কেছবি: প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন নিয়ে পক্ষে-বিপক্ষে প্রায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চারা বটগাছ এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ করে ইপিজেডের বিপক্ষে বিক্ষোভ করেন সাঁওতাল জনগোষ্ঠীর লোকজনসহ একটি পক্ষ। অন্যদিকে ইপিজেডের পক্ষে দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা উপজেলা সদরের চারমাথা এলাকায় ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করেন স্থানীয় ছাত্র-জনতা।

এর আগে সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এতে ফেস্টুন হাতে দুই শতাধিক সাঁওতাল, বাঙালি নারী-পুরুষ অংশ নেন। মিছিলটি চারা বটগাছ এলাকায় গিয়ে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তাঁরা চারা বটগাছ এলাকায় সড়কের ওপর বসে প্রায় আড়াই ঘণ্টা গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ করেন। এতে সড়কটির উত্তরপাশের যানবাহন আটকে পড়ে। পরে বেলা সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন

সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ফিলিমন বাস্কে। এ ছাড়া বক্তব্য দেন সাঁওতাল নেতা বার্নাবাস টুডু, রাফায়েল হাঁসদা, প্রিসিলা মুর্মু, ব্রিটিস সরেন, রিপন বেসরা, সুফল হেমব্রম, স্বপন শেখ, সাহেব মুর্মু, মইনুল মিয়া, আতাউর রহমান, সোবান মুর্মু, রসেন টুডু, আন্দ্রিয়াস মুর্মু প্রমুখ। তাঁরা বলেন, সরকার সাহেবগঞ্জ-বাগদাফার্মের ফসলি জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নিয়ে সাঁওতাল জাতিগোষ্ঠীকে উচ্ছেদের ষড়যন্ত্র চালাচ্ছে। প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত ও সামাজিক প্রভাব সমীক্ষা করার আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করা হয়েছে।

এদিকে চিনিকলের জমিতে ইপিজেডের নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে চারমাথা এলাকায় দুপুর ১২টার দিকে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় মহাসড়কটির দুপাশে তিন-চার কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকে যায়। খবর পেয়ে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বেলা ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরকারকে জানানোর প্রতিশ্রুতি দেন। এমন আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ। আজ দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে
ছবি: প্রথম আলো

এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোল্লা, রফিকুল ইসলাম, মোকছেদ ইসলাম, আবু রায়হান, আবদুর রাজ্জাক ও আসলাম মিয়া, সাঁওতাল নেতা মেখায়েল বেসরা প্রমুখ। তাঁরা জানান, ইপিজেড হলে দুই লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে। সেখানে সাঁওতালরা অগ্রাধিকার পাবেন। কিন্তু একটি মহল এর বিরোধিতা করছে। তারাই চিনিকলের জমি অবৈধভাবে দখল করে আছে।

প্রসঙ্গত, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের আওতায় ১ হাজার ৮৪২ একর জমি আছে। এসব জমিতে উৎপাদিত আখ রংপুর চিনিকলে মাড়াই হতো। চিনিকলে আখমাড়াই বন্ধ হলে সাঁওতালরা দফায় দফায় এসব জমি দখল করেন বলে অভিযোগ আছে। ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশ এসব জমিতে উচ্ছেদের উদ্দেশ্যে গেলে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত হন। সেই সঙ্গে অন্তত ২০ জন আহত হন। এ পরিস্থিতিতে সরকার শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রংপুর চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেয়।