গোয়ালন্দে ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি মহাবিপন্ন দুটি বাগাড়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি হয়েছে মহাবিপন্ন দুটি বাগাড় মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ গতকাল মঙ্গলবার ৩৭ কেজি ওজনের একটি বাগাড় ৪৮ হাজার টাকায় কিনে ঢাকার এক পরিচিত ব্যক্তির কাছে প্রায় ৫২ হাজার টাকায় বিক্রি করেন। বাগাড়টি পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে।
এর আগে গত সোমবার সকালে প্রায় ৪৯ কেজি ওজনের আরেকটি বাগাড় মাছ ৭১ হাজার টাকায় বিক্রি হয়। পদ্মা নদীতে জেলেদের জালে আটকা বাগাড়টি মাছ ব্যবসায়ী চান্দু মোল্যা স্থানীয় এক আড়তঘর থেকে ৬৩ হাজার টাকায় কিনে ঢাকার এক ব্যক্তির কাছে ৭১ হাজার টাকায় বিক্রি করেন।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, বাগাড় মাছ ধরা, শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। অথচ আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় বাগাড় শিকার ও প্রকাশ্যে বিক্রি বন্ধ হচ্ছে না। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেছেন জেলেরা। ইলিশ, পাঙাশের সঙ্গে ধরা পড়ছে মহাবিপন্ন প্রাণী বাগাড়ও।
তবে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেছেন, বাগাড় শিকার ও বিক্রিতে নিষেধাজ্ঞা আছে, এমন কোনো তথ্য তাঁদের জানা নেই। যে কারণে বাগাড় শিকার বা বিক্রির ক্ষেত্রে তাঁরা কোনো অভিযান চালান না।
মৎস্যজীবীরা বলেন, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার সময়কাল ২ নভেম্বর পার হওয়ার পর স্থানীয় লোকজনের পাশাপাশি মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনার জেলেরা নদীতে মাছ শিকারে নেমে পড়েন। গতকাল সকালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পাবনার ঢালার চরের জেলে মাসুদ হালদারের জালে বড় একটি বাগাড় ধরা পড়ে। বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট টার্মিনাল-সংলগ্ন আনুখার আড়তঘরে বাগাড়টি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন।
দৌলতদিয়ার ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় বাগাড়টি কেনেন। দুপুরে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৫১ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন। বিকেলে মাছটি পরিবহনে ঢাকায় পাঠিয়ে দেন বলে জানান।
এর আগে পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় ৪৯ কেজি ওজনের বড় আরেকটি বাগাড় ধরা পড়ে। সোমবার সকালে নিলামে তোলা হলে বাগাড়টি সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্যা ৬৩ হাজার ৭০০ টাকায় কিনে ঢাকার এক ব্যক্তির কাছে ৭১ হাজার টাকায় বিক্রি করেন।