দামুড়হুদায় বিজিবির অভিযানে পৌনে চার কোটি টাকার সোনা উদ্ধার

উদ্ধার করা সোনার বার ও আটক ব্যক্তি
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গার দামড়ুহুদা উপজেলায় অভিযান চালিয়ে একজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ২২টি সোনার বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

উদ্ধার করা সোনার ওজন ৪ কেজি ৪১৬ গ্রাম এবং বাজারমূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা। বুধবার বেলা পৌনে ১১টায় দর্শনা রেলক্রসিং এলাকা থেকে এ সোনা উদ্ধার করা হয়। এ সময় মো. সাঈদ খান (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি (মহেশপুর ব্যাটালিয়ন)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক মো. সাঈদ খান দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার মো. আবদুর রাজ্জাক মণ্ডলের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানতে পারেন, এক ব্যক্তি মোটরসাইকেলে জীবননগর উপজেলার উথলী এলাকা থেকে সোনা পাচারের উদ্দেশ্যে দর্শনার দিকে যাচ্ছেন। ওই তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে বিজিবির সদস্যরা আজ সকালে অভিযানে যান।

বেলা পৌনে ১১টার দিকে মোটরসাইকেলে এক ব্যক্তিকে উথলী পার হয়ে দর্শনার দিকে যেতে দেখেন তাঁরা। এ সময় ওই মোটরসাইকেলের পেছনে ধাওয়া করে দর্শনা রেলগেটের কাছ থেকে ওই ব্যক্তিকে আটক ও তাঁর কাছে থাকা ২২টি সোনার বার উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক আসামির বিরুদ্ধে মামলা এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।