চকরিয়ায় জিপ-বাসের মুখোমুখি সংঘর্ষে বিক্রয়কর্মী নিহত, আহত ২
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জিপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জিপের চালকসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বিক্রয়কর্মীর নাম ফরিদুল আলম (৫০)। তিনি চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার মৃত আবদুল গনির ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন। এ ছাড়া এ ঘটনায় চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার জিপচালক আবদুল হাকিম (৪৫) ও কাজীরপাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে সাকিব উদ্দিন (২০) আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ডুলাহাজারা ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে ডুলাহাজারা থেকে চকরিয়াগামী একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ফরিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে জিপ ও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।