আজ সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ১৪ মার্চ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক যুবক ও সঙ্গে হোটেলে ওঠেন ওই তরুণী। হোটেলের নিবন্ধন খাতায় দেওয়া ঠিকানা যাচাই-বাছাই করে নিহত তরুণীর পরিচয় শনাক্ত হয়নি। ওই নাম-ঠিকানা সঠিক নয়। তরুণীকে হত্যা করে ওই যুবক পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত করছে।
পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রেস্টহাউসের এক কর্মী ওই কক্ষটি পরিষ্কার করতে গিয়ে দেখেন, বাথরুমে গলাকাটা অবস্থায় এক তরুণীর লাশ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।