ভৈরবে মালবোঝাই ট্রাক ঢুকে পড়ল বাজারে, প্রাণ গেল একজনের
কিশোরগঞ্জের ভৈরবে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে। এতে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড–সংলগ্ন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলিম মিয়া (৫০)। তাঁর বাড়ি আকবরনগর গ্রামে।
আহত ব্যক্তিরা হলেন কালিকাপ্রসাদ গ্রামের আঙ্গুর মিয়া (৪০), ইউনুস মিয়া (৪৫), আকবরনগর গ্রামের নয়ন মিয়া (১৭) ও পৌর শহরের কমলপুর এলাকার স্বপন মিয়া (২৫)।
আহত ব্যক্তিদের প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোয়েবুর রহমান বলেন, চারজন আহতকে সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে আঙ্গুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য তিনজন এখানে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকবরনগর বাসস্ট্যান্ডটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে সড়কের পাশে বাজার বসে, যা ভোর থেকে রাত পর্যন্ত চলে। এ এলাকায় সব সময়ই যানজট থাকে। ঘটনার প্রত্যক্ষদর্শী কালিকাপ্রসাদ ইউনিয়নের হায়দার মিয়া (৩০) বলেন, ট্রাকটি দ্রুতগতিতে আসছিল এবং সোজা চলছিল না, হেলেদুলে আসছিল। তখন সড়কের পাশে বেশ কিছু অটোরিকশা দাঁড়িয়ে ছিল। সাধারণত এ জায়গায় গাড়িগুলো গতি কমিয়ে চলে। কিন্তু ট্রাকটির চালক গতি কমাতে পারেননি। একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রাকটি বাজারে ঢুকে পড়ে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।