বিস্ফোরক মামলায় খুলনা বিএনপির দুই নেতাসহ ৫২ জনের বিচার শুরু

খুলনা জেলার মানচিত্র

বিস্ফোরক মামলায় খুলনা মহানগর বিএনপির সাবেক দুই শীর্ষ নেতাসহ ৫২ জনের নামে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ সোমবার খুলনা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. আশিকুর রহমান অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে বিস্ফোরক মামলার আসামিদের বিচার প্রক্রিয়া শুরু হলো।

আসামি পক্ষের আইনজীবী মো. গোলাম মওলা প্রথম আলোকে বলেন, মামলার বিস্ফোরক অংশের অভিযোগ গঠনের শুনানির দিন ছিল আজ। অভিযোগ গঠন না করার জন্য যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল, কিন্তু বিচারক তা খারিজ করে অভিযোগ গঠন করেন।

২০১৩ সালের ২৬ নভেম্বর ২০ দলীয় জোটের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচিতে লাঠিসোঁটা নিয়ে যানবাহন ভাঙচুর, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ক্ষয়ক্ষতির অভিযোগে খুলনা থানায় মামলাটি হয়। মামলা করেন খুলনা সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) অনুকূল চন্দ্র ঘোষ।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামানসহ ৫২ জনের নামে অভিযোগ গঠন করা হয়েছে। ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ৪৫ জন আর অজ্ঞাতনামা আসামি ২৫০ জন। ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করেন খুলনা সদর থানার তৎকালীন এসআই মো. মোস্তাক আহমেদ। অভিযোগপত্রে ৫২ জনকে আসামি করা হয়। আদালত ওই ৫২ জনের নামেই অভিযোগ গঠন করেছেন। খুলনা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কাজের জন্য খুলনা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-২ এ হস্তান্তর করেন।

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তথাকথিত নাশকতার মামলাগুলোর সাজানো-পাতানো রায় দিয়ে বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায় আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের সেই আশা পূর্ণ হবে না।