বাউফলে আধিপত্য বিস্তার নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম

হামলায় আহত ব্যবসায়ী আসাদুল তালুকদার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনছবি: প্রথম আলো

পটুয়াখালীর বাউফল উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম আসাদুল তালুকদার (৩৭)। তিনি নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের মো. মানিক হোসেন তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয়হিস্যা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন আসাদুল তালুকদার। গতকাল রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আসাদুল তাঁর এক আত্মীয়কে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। ছয়হিস্যা এলাকার আবদুল জব্বার তালুকদার বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় বাসিন্দা শামীম গাজীর (২৭) নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল অটোরিকশা থামিয়ে আসাদুলকে জোর করে টেনেহিঁচড়ে নামান। পরে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আসাদুল তালুকদার অভিযোগ করেন, ২০২২ সালে নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন এবং স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। এ নিয়ে স্থানীয়ভাবে নৌকার কয়েক কর্মীর সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে এর আগেও কয়েক দফায় তাঁর ওপর হামলা হয়েছে। তাঁর জমির শতাধিক পেঁপে ও লাউগাছ কেটে অনেক ক্ষতি করা হয়েছে। এবার তাঁকে মেরে ফেলার জন্য পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। হামলাকারী ব্যক্তিরা তাঁর সঙ্গে থাকা প্রায় ৪৮ হাজার টাকা ও ২টি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছেন।

অভিযোগের বিষয়ে জানার জন্য শামীম গাজীর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শামীমের বড় ভাই মো. জাকির গাজী বলেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।