মায়ের বাড়িতে গিয়ে ইফতার করা হলো না শারমিনের

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

কুমিল্লার লাঙ্গলকোট থেকে স্বামী বেলাল হোসেনের সঙ্গে চট্টগ্রামে যাচ্ছিলেন শারমিন আক্তার (৩০)। আজ শুক্রবার চট্টগ্রামে শারমিনের মায়ের বাড়িতে ইফতার করার কথা ছিল তাঁদের। কিন্তু সেখানে আর পৌঁছানো হলো না তাঁদের। মাঝপথে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল শারমিনের প্রাণ। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামী বেলাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শারমিন আক্তারকে পেছনের আসনে বসিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন তাঁর স্বামী বেলাল হোসেন। আজ বেলা দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কালিপাল এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেল তাঁদের পাশ থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে উভয় মোটরসাইকেলের দুই চালক ও যাত্রী আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে গুরুতর আহত বেলাল ও শারমিনকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক শারমিনকে (৩০) মৃত ঘোষণা করেন। বেলাল হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে আজ শুক্রবার বেলা একটার দিকে ফেনী-রামগড় পুরাতন আঞ্চলিক সড়কের ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের বল্লবপুর রাস্তার মাথা এলাকায় দুটি বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেনীর ছাগলনাইয়া থানার মাস্টারপাড়ার বাসিন্দা নূরুল ইসলাম (৫৫) নামের একজন অটোরিকশাচালক মারা যান।

ফেনীর ছাগলনাইয়া ও মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম ও মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনায় দুই থানায় পৃথকভাবে আইনি প্রক্রিয়া চলমান। নিহত নূরুল ইসলাম ও শারমিন আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।