মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া আনসার সদস্য হামিদুল মারা গেছেন

হামিদুল হক
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া আনসার সদস্য হামিদুল হক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন বলেন, হামিদুল হক সোনাপুর গ্রামের মৃত নওশের মণ্ডলের ছেলে। হামিদুল বার্ধক্যের কারণে মারা গেছেন। অস্থায়ী মুজিবনগর সরকারের গার্ড অব অনারে অংশ নেওয়া ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন হামিদুল। হামিদুল তাঁর স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন বলেন, হামিদুল হক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মেহেরপুরের ইতিহাস নিয়ে আলোচনা হবে, তখন হামিদুল হকসহ ১২ জন আনসার সদস্যের কথা আসবে। যুগে যুগে হামিদুল তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত রাখতে ভূমিকা রাখবে।

আজ বুধবার বেলা ১১টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে সোনাপুর কবরস্থানে হামিদুলের লাশ দাফন করা হয়েছে।