উখিয়ায় চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কক্সবাজারের উখিয়া উপজেলায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছৈয়দ করিম (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছৈয়দ করিম জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর চাচাতো ভাই ছালামত উল্লাহকে পুলিশ খুঁজছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, আজ সকালে জালিয়াপালং ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় ছৈয়দ করিমকে একা পেয়ে ছুরিকাঘাত করেন তাঁর চাচাতো ভাই ছালামত উল্লাহ। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন ছৈয়দ করিম। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছালামত উল্লাহকে আটকের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, ছালামত উল্লাহর স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়ার সম্পর্ক আছে, এমন সন্দেহের ভিত্তিতে তিনি ছৈয়দ করিমকে ছুরিকাঘাত করেন।

ঘটনার পরপর ছালামত উল্লাহ আত্মগোপনে আছেন। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।