বাগেরহাটে নিখোঁজের ২৯ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ জেলে মহিদুল শেখের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৯ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল নয়টার দিকে মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলের পশ্চিম পাড় থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

মোংলা নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সৈয়দ ফকরুল ইসলাম বলেন, আজ সকালে মাদ্রাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে একটি লাশ ভেসে ওঠে। মহিদুল শেখের ভাই লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাটে পাঠানো হয়েছে।

মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আবদুর রশিদ শেখের ছেলে। বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সঙ্গে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকার দড়ি পেঁচিয়ে ট্রলারটি ডুবে যায়। তখন ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরে কূলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল শেখ। নিখোঁজের সন্ধানে বৃহস্পতিবার দিনভর তল্লাশি করে থানা-পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।