উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ট্রেন
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইন পরিবর্তনের সময় একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। আজ শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। সিরাজগঞ্জ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আহসানুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

উল্লাপাড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ সকালে মালবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে মালামাল নিয়ে উল্লাপাড়া রেলস্টেশনের দিকে রওনা হয়। বেলা পৌনে দুইটার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে আসার পর মালামাল খালাসের জন্য লাইন পরিবর্তন করতে গেলে দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ আছে।

উপসহকারী প্রকৌশলী আহসানুর রহমান প্রথম আলোকে বলেন, মালবাহী ট্রেনটিকে উদ্ধার করতে ইতিমধ্যে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। তাঁরা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব হবে।