ঋণখেলাপি নুরজাহান গ্রুপের এমডির জামিন নামঞ্জুর
ছয় হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলায় গ্রেপ্তার চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদ ওরফে রতনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মো. মুজাহিদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, অর্থঋণ আদালত চট্টগ্রামে ছয় হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলা রয়েছে জহির আহমেদের বিরুদ্ধে। অগ্রণী ব্যাংকের ঋণখেলাপির ছয়টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আজ তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ওই সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। পরে তাঁকে অগ্রণী ব্যাংকের ছয়টি মামলায় গ্রেপ্তার দেখান আদালত। এরপর তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকার বাড্ডা থেকে জহির আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির ৬১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ভোজ্যতেল পরিশোধনসহ বিভিন্ন খাতের একাধিক কারখানা আছে নুরজাহান গ্রুপের। গম ও অপরিশোধিত ভোজ্যতেল আমদানিও করে থাকে শিল্প গ্রুপটি।
আদালত সূত্র জানায়, ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে দেশের বিভিন্ন ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকার বেশি ঋণ পায় নুরজাহান গ্রুপ। ২০২৩ সাল নাগাদ এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণের পরিমাণ ছয় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। পাওনা আদায়ে ব্যাংকগুলো জহির আহমেদের বিরুদ্ধে অন্তত ৬৫টি মামলা করেছে অর্থঋণ আদালত চট্টগ্রামে। গত বছরের ৩ ফেব্রুয়ারি তাঁর পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তাঁর স্ত্রী ও সন্তানেরা ২০১২ সাল থেকে কানাডায় বসবাস করছেন। কিন্তু তিনি দেশত্যাগ করতে পারেননি।