জীবননগরে নিখোঁজের পরদিন ভুট্টাখেত থেকে ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার

হত্যা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে ভুট্টাখেত থেকে খায়রুল বাসার (৫৪) নামের এক ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ঈদের দিন বিকেলে চায়ের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কেডিকে ইউনিয়নের পেয়ারাতলা এলাকায় মা-বাবা ইটভাটার পেছন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে জীবননগর থানার পুলিশ।

খবর পেয়ে জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গতকাল ঈদের দিন বিকেলে খায়রুল চায়ের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।

নিহত খায়রুল পেয়ারাতলা গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল ঈদের দিন বিকেলে খায়রুল চায়ের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে না ফেরায় নিকটাত্মীয়দের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়া শুরু করেন পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন কৃষক পেয়ারাতলা গ্রামের মা-বাবা ইটভাটার পেছনে একটি ভুট্টাখেতের মধ্যে খায়রুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান প্রথম আলোকে জানান, থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হক লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। মরদেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এই মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।