বিএনপির গণ-অবস্থান আর সমাবেশ, হাঁসের হাঁকডাক ছাড়া আর কিছু নয়

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি: বাসস

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, হাঁস ডিম পাড়ার আগে অনেক হাঁকডাক দেয়। বিএনপির কয়েক দিন আগের গণ–অবস্থান আর ১৬ তারিখের সমাবেশ, হাঁসের মতো হাঁকডাক ছাড়া আর কিছু নয়।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন। আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসবেন। সেখানে রাজশাহী নগরের মাদ্রাসা মাঠে তিনি জনসভায় বক্তৃতা দেবেন। জনসভা সফল করার লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগ দিতে আজ রাজশাহীতে এসেছেন তথ্যমন্ত্রী।

জামায়াতে ইসলাম ও হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগ কোনো সমঝোতা করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এ দেশের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। আমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যের প্রতীক। সম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই বাংলাদেশের অভ্যুদয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা দেশ বির্নিমাণের লক্ষ্যে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার ভিত আরও মজবুত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে যে সমস্ত প্রশ্ন আপনারা করছেন, সেগুলো অবান্তর প্রশ্ন। ’

বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, পৃথিবীর অন্যান্য দেশেও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সেখানে বাংলাদেশ সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে বিদ্যুৎ খাত সচল রেখেছে। এই ভর্তুকি কিছুটা কমানোর জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন