হবিগঞ্জে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী নারীর আত্মহত্যার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ধর্ষণ
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় উপস্থিত লোকজন তাঁকে রক্ষা করেন।

এ ঘটনায় লাল মিয়া (৩০) নামের এক মাছ বিক্রেতাকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা গেছে, বাক্‌ ও শ্রবণ প্রতিবন্ধী ওই নারীর (২৩) স্বামী সিলেটে ব্যবসা করেন। গতকাল বিকেলে তিনি বাড়িতে একা ছিলেন। একই উপজেলার মাছ বিক্রেতা লাল মিয়া তাঁকে একা পেয়ে ঘর থেকে পাশের নির্মাণাধীন একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় ওই নারী বাড়ির পাশে একটি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তিনি ইশারায় পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

এ ঘটনায় গতকাল রাতে লাল মিয়াকে আসামি করে ওই নারীর বাবা চুনারুঘাট থানায় একটি মামলা করেন। এরপর রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক প্রথম আলোকে বলেন, ওই নারী দুই সন্তানের মা। তাঁর স্বামী সিলেটে থাকেন। ঘটনার সময় তাঁর সন্তানেরাও ঘরে ছিলেন না। অভিযুক্ত লাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।