দম্পতির ব্যক্তিগত ছবি চুরি করে টাকা হাতানোয় যুবকের কারাদণ্ড
লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় মো. মনির হোসেন (৩১) নামের একজনের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। তিনি জেলার কমলনগর উপজেলার বাসিন্দা। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মনির হোসেন গ্রামের বাজারের টেলিকম ব্যবসায়ী। মোবাইল ফোন মেরামতের জন্য তাঁর দোকানে যান এক নারী। এ সুযোগে মনির মোবাইল ফোন থেকে ওই নারী ও তাঁর স্বামীর ব্যক্তিগত ছবি কৌশলে চুরি করে নিজের কম্পিউটারে নিয়ে নেন। পরে সেগুলো ব্যবহার করে তিনি ওই নারীকে ভয়ভীতি দেখান এবং অর্থ হাতিয়ে নেন। ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ওই নারী কমলনগর থানায় মনিরের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই বছরের ৪ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, পর্নোগ্রাফি মামলায় মনির হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।