চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতা-কর্মীকে গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের তিন দিন আগে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নাশকতা সৃষ্টি, বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ, সরকারি কাজে বাধাদানসহ নানা অভিযোগে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে বিএনপির গণসমাবেশের কোনো সম্পর্ক নেই। তবে বিএনপির দাবি, রাজশাহীর গণসমাবেশে বাধা দিতে পুলিশ ‘গায়েবি’ মামলা দিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলায় ৯, শিবগঞ্জ উপজেলায় ১৩, গোমস্তাপুরে ১৪, নাচোলে ১৯ ও ভোলাহাট উপজেলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সদর উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর সাইদুর রহমান, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন আছেন।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া অভিযোগ করে বলেন, ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় সমাবেশ বাধাগ্রস্ত করতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে জেলার শতাধিক নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এমনভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে, যেন কেউ সমাবেশে যেতে না পারেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ প্রথম আলোকে বলেন, সরকারি কাজে বাধাদান, নাশকতা সৃষ্টির অভিযোগে হওয়া নিয়মিত মামলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। সমাবেশে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি পুলিশের নিয়মিত মামলা। এখানে বিএনপির গণসমাবেশের কোনো সম্পর্ক নেই।