ক্ষেতলালে নারী ফুটবল খেলোয়াড়কে উত্ত্যক্তের অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক নারী ফুটবল খেলোয়াড়কে উত্ত্যক্তের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী খেলোয়াড় থানায় মামলা করার পর অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে ক্ষেতলাল বাজার থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরুণের নাম নাজমুল মোল্লা (২০)। তিনি উপজেলার খলিশাগাড়ী গ্রামের রেজাউল ইসলামের ছেলে। উত্ত্যক্তের শিকার ওই খেলোয়াড়ের (১৭) বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। সে ক্ষেতলালের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং বগুড়ায় ফুটবল খেলে।

মামলার এজাহারে ওই খেলোয়াড় উল্লেখ করে, অভিযুক্ত নাজমুল মোল্লা এক সপ্তাহ ধরে কলেজে যাতায়াতের পথে অশ্লীল কথাবার্তা বলে তাকে উত্ত্যক্ত করছিলেন। নিষেধ করার পরও তিনি (নাজমুল) শোনেননি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে ওই তরুণ তাকে অশালীন কথা বলে তার গায়ে হাত দেন। সে চিৎকার করলে নাজমুল দৌড়ে পালিয়ে যান।

ভুক্তভোগী নারী খেলোয়াড় প্রথম আলোকে বলে, ‘ফুটবল খেলি বলে নাজমুল আমাকে আপত্তিকর কথা বলত। মুখ বুজে সহ্য করতাম।’

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এক নারী খেলোয়াড়কে উত্ত্যক্তের ঘটনায় রাতে মামলা হয়েছে। পুলিশ রাতেই আসামিকে ক্ষেতলাল বাজার থেকে গ্রেপ্তার করেছে। কাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।