উজিরপুরে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, প্রতিবাদে মহাসড়কে বিএনপির বিক্ষোভ

বরিশালের উজিরপুরে বোমাসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

বরিশালের উজিরপুরে একই স্থান থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তার আগে ওই স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় লোকজন। আজ বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পূর্ব ধামসর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন একটি বাগানে ওই বোমাসদৃশ বস্তুগুলো পাওয়া যায়। পরে এসব বস্তু ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে উজিরপুর মডেল থানার পুলিশ।

আওয়ামী লীগের ডাকা হরতালের মধ্যে বোমা বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার দাবি জানিয়েছে বিএনপি। উজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন বিকট শব্দ শুনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালো স্কচটেপে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু এবং কাচের বোতলে টেপ মোড়ানো দুটি পেট্রলবোমাসদৃশ বস্তু উদ্ধার করে।

উজিরপুর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের দলনেতা আবদুর রশিদ বলেন, ‘এগুলো বোমা কি না, তা বোমা বিশেষজ্ঞ ছাড়া বলা অসম্ভব। আমরা এগুলো অবিস্ফোরিত দেখে পানি দিয়ে নিষ্ক্রিয় করে রেখেছি।’

বরিশালের উজিরপুরে বোমাসদৃশ পাঁচটি বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে
ছবি: প্রথম আলো

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদ করিম বলেন, ‘হরতালের কারণে আজ সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কে পুলিশ টহল দিচ্ছিল। বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে সেগুলো উদ্ধার করি। এ বিষয়ে সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করার পর জানাতে পারব, বস্তুগুলো বোমা, না অন্য কিছু।’

বামরাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, তিনি বিকট আওয়াজ শুনে তাঁর বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় অন্য লোকজনও জড়ো হন। এসে দেখেন, সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলছে। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন, উজিরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তিনটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ও দুটি পেট্রলবোমাসদৃশ বস্তু উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে। বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাৎক্ষণিক ঢাকা–বরিশাল মহাসড়কে প্রতিবাদ বিক্ষোভ করেন। এ সময় যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম ফরাজী, শ্রমিক দলের নেতা খোকন ডাকুয়া, যুবদল নেতা সাহাদুজ্জামান, উজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুরাদ রনি হাওলাদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ শাওন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।