দুবাই ফেরত যাওয়া হলো না হাদিউলের, সড়কে গেল প্রাণ
ছুটি কাটিয়ে দুবাই ফিরে যাওয়া হলো না হাদিউল হকের (৪৮)। বাড়ি থেকে প্রাইভেট কারে করে বিমানবন্দর যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর গ্রামে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হাদিউলের ভাইসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত হাদিউল হক মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে।
নিহত হাদিউল হক সম্প্রতি দুবাই থেকে বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন। ছুটি কাটিয়ে আজ সকালে একটি ফ্লাইটে ফিরে যাওয়ার কথা ছিল। ভোরে বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে হাদিউলদের বহনকারী প্রাইভেট কারটি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি লরিফর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন হাদিউল।
পুলিশ জানায়, প্রাইভেট কারটি চালাচ্ছিলেন হাদিউলের বড় ভাই। দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যান।
পুলিশ আরও জানান, নিহত হাদিউল হক সম্প্রতি দুবাই থেকে বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন। ছুটি কাটিয়ে আজ সকালে একটি ফ্লাইটে ফিরে যাওয়ার কথা ছিল। ভোরে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেট কারে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে দুটি গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।