সাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে শিশুটি আট দিন নিখোঁজ

মোহম্মদ আলী
ছবি: সংগৃহীত

হারেছা খাতুন (৪৫) আট দিন ধরে তাঁর নাতি মোহম্মদ আলীকে (১২) নানা জায়গায় খুঁজে ফিরছেন। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নাতিকে খুঁজে না পাওয়ায় তিনি অস্থির হয়ে দিন কাটাচ্ছেন।

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ঝাউগড়া মহল্লার বাসিন্দা হারেছা খাতুন। তাঁর ছেলে মারা গেছেন। একমাত্র নাতি মোহম্মদ আলী থাকে হারেছা খাতুনের কাছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে।

হারেছা খাতুন জানান, ১২ জুন সকালে নাশতা সেরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে মোহাম্মদ আলী বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন সে বাড়ি ফেরেনি। তিনি ভেবেছিলেন সে মাদ্রাসায় রয়েছে। কিন্তু পরদিন বেলা সাড়ে ১১টার দিকে পাশের আচারগাঁও মহল্লার নজরুল নামের এক ব্যক্তি তাঁকে ফোন করে জানান, মোহাম্মদ আলী তাঁর দোকান থেকে একটি সাইকেল ভাড়া নিয়েছিল। সাইকেলটি ফেরত দিয়ে যায়নি। তিনি (হারেছা) খোঁজ নিয়ে জানতে পারেন মোহাম্মদ আলী ওই দিন মাদ্রাসায় যায়নি।

পরে হারেছা খাতুন বিভিন্ন জায়গায় তাঁর স্বজনদের বাড়িতে খোঁজ করেও মোহাম্মদ আলীর সন্ধান পাননি। এ বিষয়ে গত শনিবার নান্দাইল মডেল থানায় একটি জিডি করেন।

গতকাল রোববার সন্ধ্যায় হারেছা খাতুনের সঙ্গে থানার ফটকের সামনে কথা হয়। তিনি নাতির খবর জানার জন্য থানায় এসেছিলেন। হারেছা খাতুন বলেন, লেখাপড়ার পাশাপাশি তাঁর নাতির শখ হচ্ছে সাইকেল চালানো। কিন্তু তাঁর সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই। মোহাম্মদ আলী আশপাশের দোকান থেকে সাইকেল ভাড়া নিয়ে চালাত। সাইকেল নিয়ে বের হওয়ার পর এক সপ্তাহ পার হলেও সে বাড়ি ফেরেনি।

জিডিটি তদন্ত করছেন নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান। তিনি বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।