নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৯ নেতাকে আজীবন বহিষ্কার

দলের সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। শনিবার ওই সব নেতাদের নামে বহিষ্কারের চিঠি পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ‘বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন ওইসব নেতা। ১ জুন কারণ দর্শানো নোটিশ প্রদান করার পর নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও নোটিশের জবাব দেননি তাঁরা। প্রার্থিতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে অগণতান্তিক শাসক গোষ্ঠীর দ্বারা যারা গুম, খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি ওইসব নেতা বিশ্বাসঘাতকতা করেছেন। এ ধরনের অবজ্ঞা ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে তাঁদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে ওইসব নেতার নাম বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।’

যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ সাজ্জাদ হোসেন ওরফে তোতন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১৯ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের কাউন্সিলর আশফাকুর রহমান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. মাহবুব কায়সার, ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপি কর্মী ও সাবেক কাউন্সিলর মুহা. আমান উল্লাহ, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক সমবায়বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, দৌলতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলন প্রার্থী মুশফিকুস সালেহীন, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী ফজলুল কবির ওরফে টিটো, ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী সাবেক ছাত্রদল নেতা  ইমরান হোসেন ও  খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী দেলোয়ার হোসেন মাতুব্বর।

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা শরিফুল ইসলাম  প্রথম আলোকে বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে খুলনা সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ১০ জন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শমসের আলীর প্রার্থিতা বাতিল হয়ে যায়। ওই কারণে শনিবার খুলনা বিএনপির ৯ নেতাকে আজীবন দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।