মা গিয়েছিলেন প্রতিবেশীর বাড়িতে, এসে দেখেন পুকুরে ভাসছে ছেলের লাশ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে জিম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আখিরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জিম ওই গ্রামের বাসিন্দা মন্টু মিয়ার ছেলে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিভূতিভূষণ ব্রতী রায় ও স্থানীয় জনপ্রতিনিধি হাফিজ উদ্দিন জানান, আজ সকালে জিম বাড়ির আঙিনায় খেলছিল। তার মা তাকে আম খেতে দিয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। এ সময় ওই নারীর স্বামী মাঠে কাজ করছিলেন। কিছুক্ষণ পর মায়ের মনে পড়ে, বাড়ির পাশের পুকুরপাড়ে দেওয়া বেড়ার দরজা লাগানো হয়নি। তৎক্ষণাৎ তিনি দৌড়ে বাড়িতে এসে দেখেন, ছেলে জিম বাড়ির আঙিনায় নেই। পরে পুকুরপাড়ে খুঁজতে গিয়ে দেখেন, ছেলে পুকুরের পানিতে ভাসছে। দ্রুত তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিমকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুপুরে শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।