চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও

চান্দগাঁও থানা প্রাঙ্গণে বিক্ষোভ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। আজ দুপুরেছবি: জুয়েল শীল

ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের প্রতিবাদে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা ঘেরাও করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল ৯টায় নগরের চান্দগাঁও থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন দলের শতাধিক নেতা-কর্মী। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা থানা প্রাঙ্গণে অবস্থান করে স্লোগান দিচ্ছেন।

দলটি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির একটি মামলায় দলের চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে থানায় অবস্থান নেন নেতা-কর্মীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের দাবি, মিথ্যা মামলায় তাঁদের নেতাকে আটক করা হয়েছে। গত এপ্রিল মাসে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করে ইসলামী আন্দোলন। এরপর সেখানে চাঁদাবাজি হয়নি। তবে এতে ক্ষিপ্ত হন চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা। তাঁরা হাবিবুর রহমানকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ আনেন।

ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে মামলা করেন একজন। সে মামলায় আটক কয়েকজনের ব্যাপারে গতকাল কথা বলতে এলে হাবিবুরকে আটক করে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা। তাঁদের দাবি, উপযুক্ত প্রমাণ ছাড়া হাবিবুরকে আটক করা হয়েছে। তাঁরা হাবিবুর রহমানকে আদালতে চালান দিতে দেবেন না বলে জানান। এ সময় থানা ফটকের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ সদস্যরা ঢুকতে দেননি। সাংবাদিক পরিচয় দিলেও পরে আসতে বলেন। ঘটনার বিষয়ে জানতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিনসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করা হয়। তবে কেউ ফোন ধরেননি।