নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এবং গতকাল রোববার রাত ৯টার দিকে চরজব্বর-চেয়ারম্যানঘাট সড়কে ওই দুর্ঘটনা দুটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন হাতিয়ার হরণী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে অটোরিকশাচালক মো. সবুজ (২৮) ও সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের বানুর বাপেরগো বাড়ির বাসিন্দা নুরুল হক (৫৯)।

আজ ভোর সাড়ে পাঁচটার দিকে নামাজ পড়তে ঘর থেকে বের হন নুরুল হক। উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিল। এ সময় ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

রাত সাড়ে ৯টার দিকে অটোরিকশাচালক মো. সুবজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা যদি অভিযোগ দেন মামলা নেওয়া হবে। তবে আজ ভোরে যিনি মারা গেছেন, তাঁর পরিবার মামলা করতে রাজি নয়। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে গেছে।