তৃতীয় হয়েছেন সংসদ সদস্য শম্ভু, নাদিরার নিরঙ্কুশ জয়

গোলাম সরোয়ার টুকু ও সুলতানা নাদিরা

বরগুনার দুটি আসনের মধ্যে একটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বরগুনা-১ (সদর–আমতলী–তালতলী) আসনে তৃতীয় হয়েছেন টানা তিনবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
রোববার রাত সাড়ে নয়টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা–১ আসনে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু ৬১ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান কাঁচি প্রতীকে ৫৭ হাজার ৮৭৪ ভোট পেয়েছেন। সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছেন ৫৪ হাজার ১৬৮ ভোট।

বরগুনা–১ আসনে আওয়ামী লীগের ভরাডুবি হলেও বরগুনা–২ (বামনা–পাথরঘাটা–বেতাগী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সুলতানা নাদিরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। তিনি ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী জামানত রক্ষা করতে পারেননি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএমের প্রার্থী আবদুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯১৯ ভোট। ১১৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৩৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।