ধুনটে দুই প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, একজনের আঙুল বিচ্ছিন্ন

নির্বাচনী সহিংসতাপ্রতীকী ছবি

চতুর্থ ধাপে বগুড়ার ধুনটে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এক সমর্থকের হাত থেকে আঙুল বিচ্ছিন্ন হওয়াসহ দুজন আহত হয়েছেন। গতকাল রাত ১১টার দিকে ধুনট পৌরসভার জিঞ্জিরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল প্রতীকের সমর্থক রাব্বি ইসলাম ও ঘোড়া প্রতীকের সমর্থক সানাউল্লাহ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ জুন ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক ঘোড়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল হাই খোকন মোটরসাইকেল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ছেলে আসিফ ইকবাল সনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নুরুন্নবী তারিকের (ঘোড়া প্রতীক) কর্মী-সমর্থকদের সঙ্গে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মোটরসাইকেলের সমর্থক রাব্বি ইসলাম গুরুতর আহত হন। এ ছাড়া ধারালো অস্ত্রের কোপে ঘোড়া প্রতীকের সমর্থক সানাউল্লাহর বাঁ হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে ধুনট পৌরসভার জিঞ্জিরতলা এলাকায় আবদুল হাই খোকনের (মোটরসাইকেলের প্রতীক) কর্মীরা প্রচার চালাতে যান। সেখানে নুরুন্নবী তারিকের (ঘোড়া প্রতীক) কর্মী-সমর্থকদের সঙ্গে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মোটরসাইকেলের সমর্থক রাব্বি ইসলাম গুরুতর আহত হন। এ ছাড়া ধারালো অস্ত্রের কোপে ঘোড়া প্রতীকের সমর্থক সানাউল্লাহর বাঁ হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত দুজনকে প্রথমে ধনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে সানাউল্লাহর অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাব্বিকে ধুনট সদরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

আরও পড়ুন

আহত রাব্বি অভিযোগ করেন, মোটরসাইকেলে ভোট চাইতে গেলে সানাউল্লাহর নেতৃত্বে ঘোড়া প্রতীকের কর্মীরা তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। অন্যদিকে আহত সানাউল্লাহ পাল্টা অভিযোগ করে বলেন, মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা তাঁকে কুপিয়ে আহত করেছেন।

ধনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মোরতাজা আবদুল হাই বলেন, ধারালো অস্ত্রের আঘাতে সানাউল্লাহর বাঁ হাত থেকে একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।