পাবনায় পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় ডাক বিভাগের একটি পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর মোড়ে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই গ্রামের আবদুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রীবাহী অটোরিকশাটি কাশিনাথপুর বাজার থেকে পাবনা জেলা সদরের দিকে যাচ্ছিল। এদিকে ডাক বিভাগের লাল রঙের একটি পিকআপ ভ্যান পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কাশিনাথপুর মোড়ে পৌঁছালে পিকআপ ভ্যানটি ওই অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, খবর পেয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পরই ডাক বিভাগের পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি আটক করেছেন। পিকআপ ভ্যানের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।