‘যাঁর নামে স্লোগান হবে, সেই নেতার কিন্তু কপাল পুড়বে’

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মঞ্চে অতিথিরা। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: খলিল রহমান

সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। আজ শনিবার দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। নেতারা মঞ্চে আসন গ্রহণ করার পর সূচনা বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

সূচনা বক্তব্যে আহমদ হোসেন বলেন, ‘এখানে অনেক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। এটা আওয়ামী লীগের সম্মেলন। স্লোগান হবে শুধু বঙ্গবন্ধু ও আমাদের নেত্রী শেখ হাসিনার নামে। অনেক নেতার অনেক আশা আছে। পদের আশা। কিন্তু তাঁদের নামে কোনো স্লোগান হবে না। যাঁর নামে স্লোগান হবে, সেই নেতার কিন্তু কপাল পুড়বে।’

সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক এনামুল কবির। সম্মেলনে প্রধান অতিথি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে আছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মুশফিক হোসেন চৌধুরী ও আজিজুস সামাদ আজাদ প্রমুখ।

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন নেতা-কর্মীরা। সাত বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নানা জল্পনাকল্পনা আছে নেতা-কর্মীদের মধ্যে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে, নাকি পুরোনো নেতারাই নেতৃত্বে থাকবেন, এ নিয়েই আলোচনা বেশি। পাশাপাশি বর্তমান কমিটির বিগত দিনের কর্মকাণ্ড নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ। এক পক্ষ পরিবর্তনের কথা বলছে, আবার আরেক পক্ষ কমিটির শীর্ষ দুই পদে পুরোনো নেতাদেরই দেখতে চায়।
কেউ কেউ বলছেন, করোনাকালে এবং সর্বশেষ সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় মানুষের পাশে ছিলেন আওয়ামী লীগের বর্তমান কমিটির নেতারা। এ ছাড়া মুজিব শতবর্ষ উদ্‌যাপনেও ভূমিকা রেখেছেন তাঁরা। ছিলেন সরকারের উন্নয়নকাজে সহযোগী। উল্টো মত হলো, কমিটির দুই শীর্ষ নেতা ঢাকায় সময় কাটান বেশি। জেলা কমিটির দুটি সভাও হয়েছে সেখানে। মাঠে তাঁদের উপস্থিতি ছিল কম। এ কারণে তাঁদের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের যোগযোগ কম ছিল। এতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুনামগঞ্জের জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করছেন অতিথিরা। শনিবার দুপুর ১২টায় শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: খলিল রহমান

এবার সভাপতি পদে যাঁদের নাম আলোচনায় আছে, তাঁরা হলেন বর্তমান সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল হুদা। সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক এনামুল কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পলিন বখত, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরীর নাম শোনা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি। এরপর আর সম্মেলন হয়নি। ওই সম্মেলনের দিন দলের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলা কমিটির সভাপতি পদে মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে এনামুল কবির ওরফে ইমনের নাম ঘোষণা করেন। সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তখন ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এনামুল কবির ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। এর প্রায় ২ বছর পর ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ২০১৮ সালের ১৬ মার্চ।