ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে গাড়িচালক নিহত
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তদের গুলিতে আহসান উল্লাহ আছান (৫০) নামের এক গাড়িচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকার এ ঘটনা ঘটে।
আহসান উল্লাহ আছান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ফার্মেসির সামনে বসে ছিলেন আহসান উল্লাহ আছান। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত ওই ফার্মেসির সামনে যায়। তাদের একজন পিস্তল বের করে গুলি ছুড়লে আহসান উল্লাহর ডান পাশের কানের দিকে বিদ্ধ হয়। এ সময় তিনি লুটিয়ে পড়লে উপস্থিত স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তের পর দ্রুত গ্রেপ্তার করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।