চরফ্যাশনে মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার দুর্গম চরে বকুলি বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় বকুলি বেগমের বড় বোন মুকুলি বেগম (৪০) গুরুতর আহত হন।

নিহত বকুলি বেগম শিকদারের চর এলাকার বাচ্চু মেলকারের স্ত্রী। বাচ্চু মেলকার গতকাল রাতে বাড়িতে ছিলেন না।

নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের শাজাহান স্বপনের লোকজন বকুলিকে কুপিয়ে হত্যা করেছেন। আহত মুকুলি বেগমকে আজ সকালে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। মুজিবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মালেক ও গ্রাম পুলিশ অলি আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

আজ সকাল সাতটার দিকে বকুলি বেগমের স্বামী বাচ্চু মেলকার বলেন, শাজাহান স্বপন ওরফে শাজাহান সরদারের সঙ্গে জমি নিয়ে তাঁর দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এসব বিরোধের জেরে আদালতে একাধিক মামলাও চলছে। এর মধ্যে একটি মামলায় হাজিরা দিতে ভোলা যাওয়ার জন্য তিনি গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছেন। ভোররাত ৪টার দিকে তেঁতুলিয়া নদী পার হয়ে চরফ্যাশন পৌঁছানোর পর জানতে পারেন, শাজাহানের ভাগনে আসলাম, ছেলে জুয়েল, সোহেল, আলম মিঠুর নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা হয়েছে। হামলাকারীরা বকুলি ও মুকুলিকে কুপিয়েছে। বকুলি ঘটনাস্থলে মারা গেছেন। মুকুলির অবস্থাও গুরুতর।

ইউপি সদস্য আবদুল মালেক বলেন, বাচ্চুর বাবা আবদুল মান্নান মেলকারের সঙ্গেও শাজাহান পক্ষের জমি নিয়ে বিরোধ ছিল। এর আগে আবদুল মান্নান মেলকার ও তাঁর স্ত্রীর ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেছিল। এসব বিরোধের জেরে বাচ্চুর স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রাম পুলিশ অলি আহমেদ বলেন, বাচ্চু মেলকার বিরোধপূর্ণ জমিতে খেসারি ডালের বীজ ছিটিয়ে দেওয়ার কারণে শাজাহান সরদারের লোকজন ক্ষিপ্ত ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডাও হয়েছে।

চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, শিকদারের চর দুর্গম এলাকায়। হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরই সেখানে থানা-পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।