একসঙ্গে এসএসসি পাস করলেন বাবা-মেয়ে

মেয়ে সুমাইয়া বিনতে শাহজাহান ও তার বাবা মো. শাহজাহান
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় বাবা ও মেয়ে একসঙ্গে পাস করেছেন। মেয়ে সুমাইয়া বিনতে শাহজাহান উল্টাছড়ি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছে জিপিএ-৪.৬১। তার বাবা মো. শাহজাহান পানছড়ি বাজার উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৩.০৯ পেয়েছেন।  

মো. শাহজাহানের বাড়ি পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। তাঁর এক মেয়ে ও তিন ছেলে রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাশেম প্রথম আলোকে বলেন, বাবা-মেয়ের এসএসসি পাসের খবরে তাঁদের বাড়িতে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। শাহজাহান একজন পরিশ্রমী মানুষ। শিক্ষার কোনো বয়স নেই—এটা আবারও প্রমাণ করেছেন তিনি।

গতকাল সোমবার এসএসসির ফলাফল প্রকাশিত হলেও বিষয়টি এলাকায় জানাজানি হয় আজ মঙ্গলবার। এরপর অনেকে মিষ্টি নিয়ে তাঁদের বাড়িতে অভিনন্দন জানাতে যান।

এ বিষয়ে সুমাইয়া বিনতে শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘বাবা আমার আদর্শ। বাবা আমাকে লেখাপড়ার জন্য অনুপ্রাণিত করেছেন। একই সঙ্গে তিনি নিজেও পরীক্ষা দিয়ে পাস করেছেন। আমিসহ পরিবারের সবাই বাবার এই সফলতায় আনন্দিত।’

সংসারের অভাব থাকায় সময়মতো এসএসসি পরীক্ষা দিতে পারেননি বলে জানান মো. শাহজাহান। তিনি বলেন, ‘পড়ালেখা ছেড়ে দিয়ে নানা কাজ করার একপর্যায়ে জমি মাপার কাজটা শিখি। এরপর অন্যের জমি মেপে দেওয়ার কাজ শুরু করি। এ কাজে প্রায়ই ডাক পড়ে আমার। এ ক্ষেত্রে ভূমি মাপার আমিনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিতে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট লাগে। এ কারণে পরীক্ষা দিয়েছি।’